ঢাকা মেট্রোপলিটন পুলিশের ০৩টি থানায় এবং বাংলাদেশের সকল জেলা পুলিশ ইউনিটসমূহের মধ্যে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানায় অনলাইন জিডি (হারানো এবং প্রাপ্তি) কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। পর্যাক্রমে বাংলাদেশের সকল থানায় এই সেবা শুরু হবে। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তির ক্ষেত্রেই অনলাইনে জিডি করা যাচ্ছে। নাগরিকবৃন্দ বাংলাদেশের যে কোন প্রান্তে বসেই অনলাইনে আবেদনের মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যে QR Code সম্বলিত জিডির কপি পেয়ে যাচ্ছেন। এতে করে নাগরিকবৃন্দের TCV (Time, Cost, Visit) সাশ্রয় হচ্ছে। অনলাইনে জিডি করার পদ্ধতি সমূহ নিন্মে বর্ণনা করা হলো