পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রত্যাশী নাগরিকবৃন্দ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনে নিবন্ধন পূর্বক আবেদননের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে QR Code সম্বলিত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের এই সেবা পেতে যে কেউ নিজের এবং অন্যের পক্ষে আবেদন করতে পারবে। অনলাইনে গৃহীত আবেদনটি পেমেন্ট ভেরিফিকেশন এবং যাচাই বাচাই সাপেক্ষে ০৭ দিনের মধ্যে আবেদনকারীর হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। এতে করে নাগরিকবৃন্দের TCV (Time, Cost, Visit) সাশ্রয় হচ্ছে।
জেলা পুলিশ, ময়মনসিংহ কর্তৃক ২৪/০৬/২০২০ খ্রিঃ পর্যন্ত ২৬,৭৯৮ জন নাগরিককে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা প্রদান করা হয়েছে।
নিন্মে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদনের নিয়মাবলী উল্লেখ করা হলোঃ-