ময়মনসিংহ জেলা পুলিশ POS মেশিন ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায় শুরু করেছে। ফলে চালক/জরিমানা প্রদানকারী দ্রুত সময়ে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই জরিমানার অর্থ প্রদান করতে পারছেন। পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে রুজুকৃত প্রসিকিউশনের ক্ষেত্রে ব্যাংকে জরিমানার টাকা প্রদান পূর্বক ট্রাফিক অফিসে যেয়ে মামলা নিষ্পত্তি করার ঝামেলা বর্তমানে প্রচলিত POS মেশিনের মাধ্যমে প্রসিকিউশনের ক্ষেত্রে নেই। এক্ষেত্রে প্রসিকিউশন রুজুর স্থানেই এটি নিষ্পত্তি করার সুযোগ রয়েছে।