৯৯৯ জরুরী সেবা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত একটি কর্মসূচি যা নাগরিকের জরুরী প্রয়োজনে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এই সেবা। যে কোন মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মূহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা পাবেন। ৯৯৯ সার্ভিসের প্রশিাক্ষিত পুলিশ সদস্যরা জরুরি মূহূর্তে আপনার প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী সাথে যোগাযোগ করিয়ে দেবেন।