জঙ্গিবাদ নিরসনে বাংলাদেশ পুলিশের Zero Tolerance নীতি বাস্তবায়নে জেলা পুলিশ, ময়মনসিংহ ইতোমধ্যে নাগরিক তথ্য নিবন্ধন বা CIMS (Citizen Information Management System) কার্যক্রম শুরু করেছে। ২৪/০৬/২০২০ খ্রিঃ পর্যন্ত ১২,৮১,০৩৬ জন নাগরিকের তথ্য নিবন্ধন করে জেলা সমূহের মধ্যে ১ম স্থানে অবস্থান করছে জেলা পুলিশ, ময়মনসিংহ। নিবন্ধনকৃত নাগরিকের মধ্যে বাড়ীওয়ালা ১২,৪৩,৫৫২ জন ভাড়াটিয়া ৩০,৪২৭ জন এবং মেস মেম্বার ৭,০৫৭ জনের তথ্য নিবন্ধন করা হয়েছে। উল্লেখিত তথ্যসমূহ জঙ্গিবাদ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিম্মে নিবন্ধিত নাগরিকসহ প্রথম ১০টি থানার অবস্থান উল্লেখ করা হলো।