ময়মনসিংহ জেলার আদি ইতিহাস
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ ছিল অবিভক্ত ভারতের বৃহত্তম জেলা। ১৭৮৭ খৃষ্টাব্দের ১লা মে ময়মনসিংহ জেলা গঠিত হয়। ময়মনসিংহ জেলার ইতিহাস অতি প্রাচীন। উত্তরে গারোপাহাড়, দক্ষিণে ভাওয়াল-মধুপুরের বনাঞ্চল, পশ্চিমে ব্রক্ষপুত্র নদ থেকে উৎসারিত মেঘনার জনবেষ্টনী এবং সোমেশ্বরী, তিতাস, সুরমা ও মেঘনা নদীর অববাহিকা অঞ্চল নিয়ে আদি ময়মনসিংহ। ১৮৬৪ সালে প্রথম পুলিশ সুপার হিসাবে নিয়োজিত হন মি. এইচএম রেলি। সে সময় থেকেই শুরু ময়মনসিংহ জেলা পুলিশের পূর্নাঙ্গ কার্যক্রম। পরবর্তীতে ১৯৮৪ সন পর্যন্ত বিভিন্ন সময়ে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও বর্তমান ময়মনসিংহ এ ৬টি নতুন জেলায় বিভক্ত হয়। মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহ যার পূর্ব নাম ছিল নাসিরাবাদ।